‘আমাদের সংসদ’ প্লাটফর্ম কি?
নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমাদের অনেক প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে । কিন্তু আমাদের সেই রকম কোন প্ল্যাটফর্ম নেই। ‘আমাদের সংসদ’ তেমনই একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার নিজের এলাকার সংশ্লিষ্ট নির্বাচিত সংসদ সদস্যের নিকট প্রশ্ন করতে পারবেন । তা মাননীয় সাংসদদের নিকট পৌঁছে দেয়া হবে । এছাড়া মাননীয় সাংসদগণ এখানে তাদেঁর বিভিন্ন তথ্য পাবেন যা তাদেরকে সংসদে তাদেঁর প্রশ্ন উত্থাপনের জন্যও সাহায্য করবে।
‘আমাদের সংসদ’ প্লাটফর্মের উদ্দেশ্য
জনপ্রতিনিধিদের কাছে প্রশ্ন করার জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা যাতে করে দেশের জনগণ তাঁদের বিভিন্ন সংসদীয় কার্যক্রমে মতামত ব্যক্ত করতে পারে । ‘আমাদের সংসদ’ তেমনই একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন এলাকার সংসদীয় জনগুরুত্বপূর্ণ কার্যক্রমে জনগণ তাদেঁর প্র্রশ্ন মাননীয় সংসদ সদস্যদের করতে পারবে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের কাছে জনগণের প্রশ্ন বা জিজ্ঞাসা পৌঁছে দেয়া হবে। তাতে করে একটি শক্তিশালী কাঠামো জনবান্ধন একটি ব্যবস্থা তৈরি হবে। জন প্রতিনিধিদের কাছে সাধারণ মানুষের প্রশ্ন তুলে দেয়া এবং বিভিন্ন বিষয়ে মানুষের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য একটি কাঠামো তৈরি করাই এই প্লাটফর্মের উদ্দেশ্য।
‘আমাদের সংসদ’ প্লাটফর্মের কাজ
‘আমাদের সংসদ’ প্ল্যাটফর্মটি মানুষের প্রশ্নগুলো যেমন তুলে ধরবে মাননীয় সংসদ-সদস্যদের কাছে, তেমনি করে সাংসদের জনগণের কাছে যদি কোন জিজ্ঞাসা থাকে তাও করতে পারবে । যা আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে তুলে ধরবো ।
সংসদ-সদস্যদের জন্য কি থাকবে?
‘আমাদের সংসদ’ প্ল্যাটফর্মটিতে মাননীয় সংসদ-সদস্যরা তাদেঁর বিভিন্ন সংসদীয় সেশনের সময় এখান থেকে প্রয়োজনীয় তথ্য নিতে পারবে। যেমন বাজেট সেশনের সময় তারা বাজেট বিষয়ক আলোচনার জন্য বাজেটে বিভিন্ন খাতের উপর গবেষণাধর্মী তথ্য এখান থেকে মাননীয় সাংসদের প্রদান করা হবে। এছাড়া বাজেট সেশন চলাকালীন সময়ে সার্বক্ষণিক বাজেট বিষয়ক প্রশ্ন বা তথ্যের জন্য এই প্ল্যাটফর্ম তাঁদের সাহায্য করবে।
জনগণ, সাংবাদিক বা সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ
‘আমাদের সংসদ’ প্ল্যাটফর্মটিতে সংবাদপত্র বা সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের যুক্ত হওয়ার সুযোগ আছে। এখান থেকে তারও জনপ্রনিধিদের কাছে প্রশ্ন রাখতে পারবে । এছাড়াও বাজেটের সেশনের সময় তারা বিভিন্ন ধরনের তথ্য এই প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারবে।