জনগনের প্রশ্ন

নম্বর সংসদ-সদস্যের নাম জেলার নাম যা বলতে চান বা প্রশ্ন
1 ডা. হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ প্রায়ই ভেঙ্গে যায়। এ বিষয়ে স্থায়ী কোন পদক্ষেপ নেয়ার চিন্তা আপনার আছে কি না?
2 ড.জয়া সেনগুপ্তা সুনামগঞ্জ শিক্ষা ও যোগাযোগ। বিশেষ করে হাওর এলাকায় বর্ষা মৌসুমে অধিকাংশ এলাকার রাস্তা ডুবে যায় তাই কোমল মতি ছাত্র -ছাত্রী রা স্কুলে যাতায়াত করতে পারে না। গ্রামের ভিতরে ছোট ছোট কিছু অলওয়েদার রাস্তা করলে সহজেই নিরাপদে ছাত্র ছাত্রী রা স্কুলে যাওয়া আসা করতে পারত। অথচ এম পি এর বরাদ্দ শত শত প্রকল্প অযথা অকাজেই হয়।
3 Ataur Rhman Khan Tangail 1. Ghatail market to expand the market alternatively 2. When will Sheikh Russell IT Hi-Tech Park be launched?
4 সাহাদারা মান্নান বগুড়া-১ বগুড়া ১. ধুলিরকান্দি - মথুরাপাড়া - কুতুবপু হার্ট পয়েন্টে নদী গর্ভের বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর গতিপথে সমস্যা হচ্ছে। আশে পাশে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। তাই এই বালু উত্তোলন বন্ধা করার উগ্যোগ নিতে হবে। ২. ধুলিরকান্দি ও বয়রাকান্দি পুরাতন বাধ থেকে নতুন বাধের সংযোগ দেয়া গেলে ৩টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ বন্যা থেকে যেমন মুক্ত হতো তেমনি বন্যার হাত থেকে ফসল রক্ষা পেত। তাই এই বাধ নির্মানের উদ্যোগ চাই। ৩. বর্তমান যে বাধগুলো আছে সেগুলোর সময়ে সময়ে সংস্কার করার উদ্যোগ নিতে হবে।
5 মাহি বি চৌধুরী (মুন্সিগঞ্জ-১) মুন্সিগঞ্জ ১. জনগণের সাথে আলোচনা করে তাদের মতামত পার্লামেন্টে বলা উচিৎ। ২. স্থানীয় দুর্নীতিসহ জাতীয় দুর্নীতি বন্ধের উদ্যোগ ও পার্লামেন্টে বক্ত চাই। ৩. স্থানীয় এলাকায় বাল্যবিবাহের মাত্রা অনেক বেশি। তাই এই বিষয়ে পদক্ষেপ চাই।
6 শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা গ্রামের প্রত্তন্ত আঞলের রাস্তাগুলো দ্রুত পাকা করা দরকার ও রাস্তায় প্র‍ত্যেক মোড়ে ল্যাম্পপোস্ট লাগানো দরকার
7 এ এম নাইমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ-১) মানিকগঞ্জ ১. কালিয়া বাজার থেকে কাকনা বাজার হয়ে ধামসর বাজার পর্যন্ত রাস্তা সংস্কার, রাস্তা প্রশস্তকরণ ও ব্রীজ নির্মাণের উদ্যোগ চাই। ২. বন্যাকবলিত এলাকা বিধায় বন্যা সময়কালে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতা বাড়ানোর বিশেষ উদ্যোগ চাই। ৩. এলাকা মাদকে সয়লাব। তাই এলাকা মদকমুক্ত করার জন্য উদ্যোগ চাই।
8 মোঃ মোতাহার হোসেন (লালমানিরহাট-১) লালমানিরহাট ১. বুড়িমারী স্থল বন্দর হতে রংপুর পর্যন্ত চার লেনের রাস্তা দ্রুতি করার জন্য উদ্যোগ চাই এবং পার্লামেন্টে বক্ত চাই। ২. দ্রব্যমূলের উধ্বগতি বিষয়ে সরকারের পদক্ষেপ এবং পার্লামেন্টে বক্তব্য চাই।
9 Anowarul azim anar Jhenaidah Hospital
10 আব্দুল হাই ঝিনাইদহ গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা খাত উন্নতির জন্য কোন নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা?
11 A K Abdul Momen Sylhet গত ১০ বছরে আন্তঃবিভাগ যোগাযোগ ব্যবস্থায় সিলেটের উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়ে না। ঢাকা-সিলেট হাইওয়ে ৪ লেনে উন্নীতকরণের কথা থাকলেও সেখানে দৃশ্যমান কোন অগ্রগতি নেই। আমরা যারা ঢাকা থেকে সিলেটে যাতায়াত করি, আমাদের রেলপথ উন্নত নয়। ঢাকা-চট্রগ্রাম ননস্টপ ডিরেক্ট ট্রেন আছে। আমাদের নেই। রেললাইন খারাপ এবং ডাবল লেন না থাকার দরুণ ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে বাকী পথে অনেক সময় লেগে যায়। আপনি সিলেটের সংসদ সদস্য এবং সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী। এই ব্যাপারে জাতীয় পর্যায়ে আপনার আরও বেশি ভূমিকা রাখার প্রয়োজন আছে বলে কি মনে করেন?
12 গোলাম মোহাম্মদ সিরাজ (বুগুড়া-৬) বগুড়া ১. বাগুড়া-সিরাজগঞ্জ রেললাইন বিষয়ে সরকারের কোন চিন্তা আছে কি না, থাকলে কবে নাগদ শুরু হবে? এ বিষয়ে সংসদের মাধ্যমে এমপি মহদয়ের নিকট জানতে চাই। ২. এলাকার অনেক গরীব বিধবা মা আছে। যাদের ছেলে মেয়েরা তার মাকে দেখে না। তাদের জন্য বৃদ্ধাআশ্রমের কোন উদ্যোগ নেয়া যায় কিনা, এ বিষয়ে জানতে চাই।
13 সেখ সালাহউদ্দিন (খুলনা-২) খুলনা ১. পদ্মা সেতু চালুর পর খুলনাতে লাইনের গ্যাস সংগো চাই। ২. খুলনাতে মেডিকেল বিশ্ববিদ্যালয় চাই। ৩. গ্রাম অঞ্চলে প্রাথমিক স্বাস্থসেবার মানের উন্নয়ন চাই।
14 শিরীন শারমিন চৌধুরী ও রাহ্‌গির আলমাহি এরশাদ রংপুর ১. রংপুরে লাইনের গ্যাস সংযোগ দিতে হবে। ২. রংপুর-সিরাজগঞ্জ চার লেনের কাজের দ্রুত বাস্তবায়ন করতে হবে। এর জন্য পদক্ষেপ চাই। ৩. রংপুর বাস টার্মিনাল শহরের বাহিরে দেয়ার উদ্যোগ নিতে হবে।
15 Md.Abdul Aziz Sirajgonj In our National Constituency-3 (Raiganj Tarash), the condition of roads and communication system in our area (Raiganj) is not good. I urge the Hon'ble Member of Parliament to start the bus service and especially to take steps to pave the unpaved road from Baikunthapur Bhanga Bridge to Ghuraka Beltala (Peach Dala Road). This road is paved. In this case, the people of the area will be freed from harassment in case of communication for various urgent needs including emergency communication for receiving medical services.
16 মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা শহরের চার লেন সড়কের স্থবিরতার অবসান
17 হাসানুল হক ইনু ফরিদপুর ১. স্বাস্থ্যখাতে উন্নতিকরণ করতে হবে। এবং হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ২. আমদানিকৃত পণ্যের দাম কমাতে হবে। ৩. বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। ৪. বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ৫. গরিবদের সহায়তা প্রদান করতে হবে। ৬. সকল বয়স্ক ব্যক্তিদের ভাতার ব্যবস্থা করতে হবে। ৭. কারিগরি শিক্ষা বৃদ্ধি করতে হবে। ৮. কৃষিতে ভর্তুকি প্রদান সহ দেশীয় উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধি করতে হবে। ৯. ইন্টারনেটের মান বৃদ্ধি সহ দাম কমাতে হবে। ১০. সকল পথশিশু ও ছিন্নমূলদের বাসস্থানের ব্যবস্থা করা।
18 হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন চাই নেত্রকোনা হাওর বিষয়ক মন্ত্রণালয়
19 MD Amirul Alam Milon Bagerhat Local bridge culdard Roads 4no Daibojnahati Unioner Hamchapur to Gazirghat Master WOazed Chairmaner Bari And 3no Union er A,B Gojalia to Sonakhali Bazar via khalika Bari Bazarer And lrrl Boro cultivated er seasonal Water problem er good solution chai
20 মোঃ মকবুল হোসেন পাবনা স্যার, চাটমোহরের বড়াল নদী উদ্ধার এবং তা আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না?
21 মোঃ শহিদুল ইসলাম বকুল নাটোর রাস্তা সংস্কার
22 স.ম জগলুল হায়দার সাতক্ষীরা রাস্তার উন্নয়ন
23 MD.Jakir Hossain Lalmonirhat Rasta Paka Karon
24 GM Kader Lalmonirhat Landless People
25 ইকবালুর রহিম দিনাজপুর শ্রদ্ধেয় স্যার, (১)আমাদের হাবিপ্রবির আশেপাশের আবাসিক এলাকায় কাঁচা রাস্তা পাকা করার জন্য আবেদন জানাচ্ছি। বর্ষা মৌসুমে যা অত্যন্ত ভরাডুবিতে পরিণত হয়। (২)বিশ্ববিদ্যালয় এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশ দিয়ে ফুটপাত স্থাপনেরও আবেদন জানাচ্ছি। আপনার অনুগ্রহ একান্ত কাম্য ও বাস্তবায়ন করে বাধিত করবেন।
26 আব্দুল হাই ঝিনাইদহ ১. ঝিনাইদহ - কিুষ্টিয়া মহাসড়কের অবস্থা খুবই খারাপ, সড়ক দুর্ঘনা প্রতিনিয়ত লেগেই আছে। এটাকে ছয় লেন রাস্তা করার এখন সময়ের দাবি।
27 সফিউল ইসলাম (ঢাকা-১০) ঢাকা ১. গণকটুলিতে মাদকের ব্যাপক পাদুর্ভাব এটা বন্ধ করার উদ্যোগ চাই। ২. দ্রব্য মূলের উধ্বগতি এ বিষয়ে সংসদে বক্তব্য চাই।
28 শেখ হেলাল উদ্দিন বাগেরহাট ১. মধুমতি নদীর ভাঙ্গন হতে মোল্লাহাট সদরকে রক্ষা করার দাবি করছি।
29 শেখ হেলাল উদ্দিন বাগেরহাট ১. মোল্লাহাটে তরুণ সমাজকে মাদকের হাত থেকে মুক্ত করার দাবি করছি।
30 শেখ হেলাল উদ্দিন বাগেরহাট ১. মোল্লাহাটের ভিতর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা মহাসড়ক চার লেনে রূপান্তর করার দাবি করছি।
31 মোঃ শহীদুজ্জামান সরকার নওগাঁ নওগাঁ জেলার অনেক শিক্ষিত বেকার তরুণ/তরুণী উপযুক্ত প্রশিক্ষণের অভাবে ফ্রিলান্সিং তথা আইটি খাতে অবদান রাখতে পারছে না। এমতাবস্থায়, নওগাঁ জেলার কেন্দ্রবিন্দু পত্নীতলা উপজেলায় একটা আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা অতীব জরুরী। মাননীয় সাংসদ, এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেছেন/করবেন কি?
32 Sheikh Fazlul Karim Selim Gopalgonj আগামী বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের যেমন তেল,চাল ও অন্যান্য খাদ্য দ্রব্যাদির দাম কমানো হবে কিনা।ধন্যবাদ আপনাকে
33 মোতাহার হোসেন লালমনিরহাট ১. বুড়িমারী থেকে রংপুর চার লেনের রাস্তার দাবি করছি।
34 হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ ১. কাজিপুর মোর - কাজিপুর পযর্ন্ত চার লেনের রাস্তা দ্রুত বাস্তবায়ন চাই।
35 ডা হাবিবে মিল্লাত মুন্না সিরাজগঞ্জ ১. মাদকমুক্ত সিরাজগঞ্জ চাই। ২. সিরাজগঞ্জ স্পিনিং মিল চালুর উদ্যোগ নেয়ার জন্য দাবি রইল
36 ড. শিরিন শারমীন চৌধুরী রংপুর ১. পীরগঞ্জ হাসপাতালের করুন অবস্থা ডাক্তার নার্সদের নেই কোনো সেবা রোগীদের আহাজারি! স্বচক্ষে দেখে আর চুপ থাকতে পারলাম না। এ বিষয়ে পদক্ষেপ চাই।
37 নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ ১. নবীনগর-মানিকগঞ্জ-বরঙ্গাইল-তেওতা-পাটুরিয়া রোড জরুরি চার লেনে উন্নতি করা জরুরি। তা হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে এবং জানজট দূর হবে। তাই এই উদ্যোগের দাবি করছি।
38 KM Rahmatullah Dhaka We are suffering from flooding caused by rain in the Post office road. The road has many issues, and they need to be dealt with. Please do something.
39 শিরীন আখতার ফেনী ০১ ফেনী মাননীয় সাংসদ মহোদয় আপনার নির্বাচিত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে দিন দিন যে ভাবে শিক্ষার্থী কমে যাচ্ছে এক সময় হয়তো দেখা যাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো শিক্ষার্থী শুন্য হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি কী ভুমিকা রাখবেন?
40 সাহাদারা মান্নান বগুড়া ১. আমরা ছয় ভাই-বোনের মধ্যে আমি সবার ছোট। আমার বড় ভাই-বোনের সামান্ন লেখাপড়া জানলেও অর্থের অভাবে আমার লেখাপড়া সুযোগ হয়নি। আমার বাবার বহু জমিজমা থাকা সত্ত্বেও আজ আমি দিন মজুরের কাজ করে সংসার চালাই। আমার গ্রামের নাম নান্দিয়ারপাড়া। এখান থেকে তিন গ্রাম পূর্বে ছিল আমাদের গ্রাম। প্রায় ৫ কি:মি: হবে এখান থেকে নদী ভাঙ্গতে ভাঙ্গতে আজ দুই বছর যাবত ধলিরকান্দীর এই পুরাতন বেরিবাধে আশ্রয় নিয়েছি। সরকার বার বার বেরিবাধ না দিয়ে নদী খনন করে নদীর গভীরতা বৃদ্ধি করে নদীর তীর উচুকরে বেধে জিও ব্যাগ ও সিসি ব্লক দিয়ে নদী শাসন করলে আমাদের এই অবস্থা আর হতো না। তাই এই বিষয়ে স্থায়ী পদক্ষেপ চাই।
41 আব্দুল হাই ঝিনাইদহ ১. শৈলকুপা থানার ঝিনাইদহ ২ আসনের জনগণ খুবই অবহেলিত। এই থানার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪ নং দুধসর ইউপি এর রাস্তা ঘাটের খুবই খারাব অবস্থা।
42 আব্দুল হাই ঝিনাইদহ ১. ১৪ নং দুধসর ইউপিতে বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া পিছিয়ে আছে, এটাকে উন্নতি করা দরকার। তাই আপনার পদক্ষেপ চাই।
43 আব্দুল হাই ঝিনাইদহ ১. অত্র এলাকার নারী শিক্ষাকে উন্নতি করতে হবে। তাই ব্যবস্থা নেবেন।
44 মোঃ আব্দুল হাই ঝিনাইদহ ১. বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবস্থা চাই। ২. দুধসর ইউপিতে বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া পিছিয়ে আছে, এটাকে উন্নতি করা দরকার। তাই আপনার পদক্ষেপ চাই।
45 সাহাদারা মান্নান বগুড়া ১. এখন গ্রাম শহর হয়ে গেছে। কিন্তু পানি নিস্কাষণের ব্যবস্থা নেই। তাই ড্রেনেজ ব্যবস্থা করার অনুরোধ রইল।
46 ডাঃ আব্দুল আজিজ সিরাজগঞ্জ ১. রায়গঞ্জ উপজেলার আমশড়া বটতলা হতে সলঙ্গা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও প্রয়োজনীয় ব্রীজগুলো সংস্কার প্রয়োজন। তাই পদক্ষেপ চাই।
47 ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, এমপি সিরাজগঞ্জ ১. বেসরকারী কলেজগুলোর শিক্ষকদের বাড়ি ভাড়া ও উৎসব ভাতা সরকরী হিসেবে অনুসারে দেয়া যায় কি না। এই বিষয়ে সংসদে আপনার মাধ্যমে আলোচনা চাই।
48 মোঃ মোতাহার হোসেন লালমনিরহাট ১. বুড়িমারী পোর্টকে আর কার্যকর করার জন্য এর পরিধি বাড়ানো এবং ভারতের সাথে সরসরি রেল সংযোগরে কোন পরিকল্পনা সরকারের আছে কি না। জানতে চাই। ২. দ্রব্য মূল্যের উধ্বগতি রোধে সরকারের পদক্ষেপ চাই।
49 শেখ হেলাল উদ্দিন বাগেরহাট ১. মোল্লাহাটের বিল অঞ্চল শুষ্ক মৌসুমে লবনাক্ত দূরিকরণে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন রইল।
50 শেখ হেলাল উদ্দিন বাগেরহাট ১. মোল্লাহাটের ক্ষতিগ্রস্থ ফিডার রোডগুলোর সংস্কারের জন্য বাজেটে বরাদ্দ চাই।
51 শেখ হেলাল উদ্দিন বাগেরহাট ১. মোল্লাহাটে নারী শিক্ষা প্রসারের জন্য ধমীয় বাধা দূরীকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই পদক্ষেপ চাই।
52 Kazi Monirul Islam Dhaka https://www.jugantor.com/capital/347847/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%AB-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 ঢাকা-৫ আসনের অন্তর্গত সব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেতন অর্ধেকে কমিয়ে আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। প্রতি বছর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নতুন করে যে ভর্তি ফি নেয়া হয়, এমপি নির্বাচিত হলে সেটি নেয়াও বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর কতটা বাস্তবায়ন হয়েছে
53 সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল এর অধীন খোকসা উপজেলার জানিপুর ইউনিয়ন পর্যায়ের সকল স্থানীয় সড়ক মেরামত / সংস্কার প্রয়োজন।
54 মুহিবুর রহমান মানিক এমপি সুনামগঞ্জ আমাদের গ্রামেগঞ্জের আশে পাশে ক্লিনিক প্রতিষ্ঠা করে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষদেরকে সাহায্য দরকার বলে মনে করছি। -রিয়াদুল হক মিলন দোয়ারাবাজার সদর
55 জনাব মোঃ ইমরান আহমদ, মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সিলেট জৈন্তাপুর উপজেলার অন্তর্গত ১নং নিজপাট ইউপির ১নং ওয়ার্ডের ঘিলাতৈল গ্রামের পাশ দিয়ে নয়াগাং নামে একটি নদী বয়ে গেছে।।। ঐ নদীর উত্তর পাড়ে অবস্থিত ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত জাতীয় নির্বাচনের (২০১৮)প্রচারনায় এসে ছিলেন।।। এখানে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রধান দুটি হলো ১.নিরাপদ বিশুদ্ধ পানির জন্য(ওয়াটার পিউরিপায়ার) ২.নয়াগাং নদীর দুই পাড় পাকা করন অর্থাৎ পাকা বেঁড়িবাঁধ নির্মাণ যা তিনি নিজে থেকেই (অত্র এলাকার বাসিন্দাদের দুর্দশা দেখে) বলেছিলেন ।।। অথচ আজ পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।।।।। আমার প্রশ্ন উনি কবে বাস্তবায়ন করবেন???? সামনে নির্বাচন চলে আসতেছে।।।।
56 ফজলুল হক চাঁন শেরপুর কাকিলাকুড়া ভুমি অফিসের নায়েব আইনগত ব্যাবস্থা করুন
57 Mosleh uddin Chattogram boalkhali and chandgaw ashon Kalorghat bridge and seto
58 মির্জা আজম জামালপুর আমি দারিদ্র্য পরিবারের বৃদ্ধ বাবার একমাত্র ছেলে। অনেক কষ্টে সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যায়ন করিতেছি কিন্তু আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান সেইজন্যে বাড়তি টাকা দিতে উনার কষ্ট হয়। দিনে ২০০-৩০০ টাকা আয় করেন তাতে অনেক কষ্টে চলতে হয়। এমতাবস্থায় আমার আর কোনো চাওয়া নেই শুধু আমাদের একটা উপকার করবেন, সকালের লোকাল ট্রেনে যেনো আমরা কলেজে যেতে পারি। যেই লোকাল ট্রেন আগে ছিলো কিন্তু এখন নেই তাই আমাদের কে ৭০ টাকা ভাড়া দিয়ে কলেজে যেতে হয়😢 স্যার মির্জা আজম আমাদের জামালপুর অনেক কিছু করেছেন এবং করছেন তাই আমি এবং আমরা আশাবাদী যে, উনি যদি এটা দেখেন তবে নিশ্চয়ই কিছু না কিছু উপকার করবেন বা একটা পথ খুঁজে দিবেন।🙏 ধন্যবাদ।😊
59 ডাঃ জয়া সেনগুপ্ত সুনামগঞ্জ কুলঞ্জ থেকে দিরাই রাস্তার কাজ কবে হবে?
60 জনাব টিপু মুন্সি রংপুর প্রাসশন এর দুর্নীতি, বাল্যা বিবাহ প্রাতিরোধ এ প্রাসাশন কেন সঠিক দ্বায়িত্ব পালন করে না, এর বিরুদ্ধে সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে,,,,,
61 মোঃ শহিদুল ইসলাম বকুল নাটোর বেকারত্ব দূরীকরণে পদক্ষেপ নেওয়া প্রয়োজন,স্বাস্থ্যখাতে উন্নতিকরণ করা,যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত,যুবকদের মাঝে মাদক নির্মূল করতে হবে।
62 শিরীন আখতার ফেনী ১. ছাগলনাইয়া বর্ডার হাট কবে নাগাদ আবার খুলবে বা চালু হবে? এ বিষয়ে মাননীয় এমপি মহদয়ের কাছে জানতে চাই।